ছবি: বারৈচা বালিকা বিদ্যালয়, বেলাব, নরসিংদী
রুমেল আফ্রাদ রুবেল:
নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় বর্তমানে জায়গার সংকটে চরম দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের প্রায় অচল এই বিদ্যালয় আজ উপজেলার গর্ব হলেও জায়গার সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এক সময় শিক্ষার্থীদের পাশের হার শূন্য থাকার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের মুখে পড়ে। কিন্তু গত কয়েক বছরে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি নবমবারের মতো উপজেলায় প্রথম এবং পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ২০২১ সালে ৭০টি A+, ২০২২ সালে ৪৯টি A+, ২০২৩ সালে ৬৪টি A+, ২০২৪ সালে ৫৬টি A+ এবং ২০২৫ সালে ৪১টি A+ পেয়ে প্রতিটি বছরই শতভাগ পাশের হার নিয়ে বিদ্যালয়টি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।
শুধু একাডেমিক নয়, সহ-শিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীরা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখিয়ে চলেছে। বিজ্ঞান মেলা, শিক্ষা সপ্তাহ, বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে।
বর্তমানে বিদ্যালয়ে ১৩০০-এর বেশি শিক্ষার্থী এবং ৩৩ জন শিক্ষক রয়েছেন। তবে জায়গার অভাবে শ্রেণিকক্ষ, বিজ্ঞান ল্যাব, অফিস, টয়লেটসহ প্রয়োজনীয় অবকাঠামো পরিচালনায় চরম সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার ফলে বিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ জায়গা রাস্তার অধীনে চলে যায়। ২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গা অধিগ্রহণের প্রস্তাব গ্রহণ করলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্তমানে একটি শ্রেণিকক্ষে দুই থেকে তিনটি ভাগে ভাগ করে পাঠদান করতে হচ্ছে। এতে যেমন শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে, তেমনি শিক্ষকরা ঠিকভাবে পাঠদানে সমস্যায় পড়েন। বিজ্ঞান ল্যাব কিংবা কম্পিউটার ল্যাবের মতো জরুরি সহায়তামূলক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা যাচ্ছে না।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা জানান, এত সাফল্য অর্জন করেও যদি বিদ্যালয়টি টিকে থাকার জন্য লড়াই করে, তাহলে তা খুবই দুঃখজনক। তাঁরা দ্রুত জায়গা বরাদ্দ ও ভবন নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, এ রকম একটি প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু এলাকার নয়, বরং জেলার ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল এবং পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত জমি বরাদ্দ এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের আহ্বান জানিয়েছেন।
একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভালো ফলাফল দিয়েই নয়, অবকাঠামোগত সহায়তা পেলে তবেই দীর্ঘ মেয়াদে সাফল্য ধরে রাখতে পারে। বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।