বেলাব প্রতিনিধি :
“শিক্ষকের আলোয় শিক্ষার্থীর জীবন আলোকিত হয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই শোকসভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শৈশবের স্মৃতি এবং শিক্ষকদের অবদান তুলে ধরে আবেগে আপ্লুত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজরীন হক হেনা। শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সোহেল রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল সার কারখানার সাবেক কেমিস্ট অফিসার আলহাজ্ব মোঃ আলাউদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ মোঃ আব্দুল হালিম, জয়নগর ডিগ্রি কলেজের প্রভাষক এ কে এম শফিকুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, সাহেরচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদ (মাস্টার), গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন রশীদ (বি.এস.সি), বিশিষ্ট সমাজসেবক হারুন-অর-রশীদ (বি.এ), বটেশ্বর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক বদরুজ্জামান শিপন মীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোকসভায় প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিদায়ী শিক্ষক মোছাঃ আমেনা বেগম, ছফুরা বেগম এবং মোঃ শাহাজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মুক্তার হোসেন মোল্লা, আনোয়ার হোসেন বদরুল, মামুনুর রশিদ মানিক, মোঃ আলমগীর সরকার, শ্যামল মীর, রকসি খান, মোঃ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি সমাজকে আলোকিত করেন। প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।