বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশে বেলাবে মহিলা পরিষদের র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৩৭০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

আলমগীর পাঠান, বেলাব (নরসিংদী):
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নরসিংদীর বেলাব উপজেলায় শোক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নরসিংদী জেলা শাখা।

রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এ.এন.এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। আলোচনায় অংশ নেন এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রাণী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রাম কমিটির সদস্যরা।

বক্তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানান। বক্তারা বলেন, একটি স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার মতো ভয়াবহ ঘটনা শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীকেও শোকাহত করেছে।

রাবেয়া খাতুন শান্তি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এমন মর্মান্তিক দুর্ঘটনা বিরল। একটি যুদ্ধবিমান স্কুলে আঘাত হেনে ছোট ছোট শিশুদের প্রাণহানি ঘটানো আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তাই নিহতদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করতে আমরা এ শোক র‍্যালির আয়োজন করেছি।”

সভায় বক্তারা আরও বলেন, এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

শোক র‍্যালি ও আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category